কালিগঞ্জ প্রতিনিধি : কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট ইমান আলী গাজী (৪২) নামে এক ব্যবসায়ীর করুন মৃত্যু হয়েছে। তিনি কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের চাচাই গ্রামের আব্দুল মজিদ গাজীর ছেলে জানাগেছে, (২৯ আগস্ট) বৃহস্পতিবার সকালে ওই ব্যবসায়ী ঈমান আলী গাজী বাড়ির পার্শ্ববর্তী নারিকেল গাছে উঠার সময় অনাকাঙ্ক্ষিতভাবে গাছের শুকনা পাতায় হাত দিতেই বৈদ্যুতিক তারে বিদ্যুতপৃষ্ট হয়ে নারিকেল গাছ থেকে ছিটকে নিচে পড়ে পড়ে যায়।
তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল হাসপাতালে নিয়ে ভর্তি করে। চিকিৎসাধীন থাকা অবস্থায় দুপুরের দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। সন্ধ্যায় চাঁচাই কেন্দ্রীয় জামে মসজিদের সামনে অনুষ্ঠিত জানাজা’র নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।