আশাশুনি ব্যুরো : আশাশুনির সকল মাদ্রাসার প্রধান শিক্ষকবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার ও মাদ্রাসা সমূহের সভাপতি কৃষ্ণা রায়ের সভাপতিত্বে ও মাদ্রার শিক্ষক আবুল কালাম আজাদ বুলবুলের সঞ্চালনায় সভায় অন্যান্যে মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার হাসানুজ্জামান, উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও আশাশুনি আলিয়া মাদ্রাসার সুপার আল. মাওঃ আবুল হাসান, প্রতাপনগর জোন প্রধান মাওঃ মাছুম বিল্লাহ, বসুখালী দাখিল মাদ্রাসার সুপার মাওঃ নজরুল ইসলাম, খরিয়াটি দাখিল মাদ্রাসার সহ সুপার মাওঃ আব্দুল ওজেদ প্রমুখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন গুনাকরকাটি কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ আল. মাওঃ আবু তাহের।
উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায় বলেন, আমার কাছে ফাইল আটকে থাকবেনা, আমি ছুটিতে থাকলে সহকারী কমিশনার (ভূমি) আমার পক্ষে দায়িত্ব পালন করবেন। এখন আপনাদেরকে শিক্ষাদান ও প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। আমরা সবাই মিলে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে চাই। সরকারি তথা শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা যথাযথ ভাবে পালনের মাধ্যমে মাদ্রাসাসমূহকে আদর্শ প্রতিষ্ঠানে রূপান্তরিত করতে সচেতনার সাথে করতে হবে। প্রতিষ্ঠানের যে কোন সমস্যা নিয়ে তার সাথে শেয়ার করতে তিনি শিক্ষকবৃন্দকে আহবান জানান।