অহিদুজ্জামান, দেবহাটা ব্যুরো : দেবহাটা রিপোর্টার্স ক্লাব ও দেবহাটা উপজেলা প্রশাসন অফিসার্স ক্লাব এর মধ্যে প্রীতি মিনি ক্রিকেট খেলা অনুঠিত হয়েছে। ২৮ আগষ্ট বুধবার রাত ৯টায় সময় দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনের সামনে মুক্ত মঞ্চে মাঠে খেলা অনুঠিত হয়। দেবহাটা অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক উপজেলা সমাজ সেবা কর্মকর্তা অধীর কুমার গাইনের সঞ্চালনায় অফিসার্স ক্লাবের টিম লিডার ছিলেন সহকারি কমিশনার (ভূমি) মো. শরীফ নেওয়াজ, টিমের অধিনায়ক ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান।
অপর দিকে দেবহাটা রিপোর্টার্স ক্লাবের উপদেষ্টা প্রীতি ক্রিকেট খেলার অধিনায়ক ছিলেন দৈনিক দৃষ্টিপাতের ভারপ্রাপ্ত নির্বাহী সম্পাদক মোল্লা আবু তালেব। রিপোর্টার্স ক্লাবের সভাপতি অহিদুজ্জামান, সাধারণত সম্পাদক রফিকুল ইসলাম, সিনিয়ার সহ-সভাপতি আক্তার হোসেন ডাবলু, আমিরুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন, আবির হোসেন লিয়ন, সহিদুল ইসলাম, রিয়াজ কামাল মামুন, মহিউদ্দীন আহমেদ, হিরণ কুমার মন্ডল, তাসকিন আহমেদ, কবিরুল ইসলাম ডালিম, রফিকুল ইসলাম মন্টু ও অসিম সহ অন্যান্য সদস্যরা অংশগ্রহণ করেন। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলাটি দেবহাটা রিপোর্টার্স ক্লাব সদস্য বৃন্দ ৪ রানের ব্যবধানে উপজেলা অফিসার্স ক্লাব কর্তৃপক্ষবৃন্দ চ্যাম্পিয়ন ট্রফি নেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান উভয় দলের খেলোয়াড়বৃন্দদের মাঝে পুরস্কার বিতরণ করেন।