শুক্রবার , ৩০ আগস্ট ২০২৪ | ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

বেউলায় মসজিদের কমিটি গঠনে নির্বাচন : কুরবান সভাপতি- শহিদুল সম্পাদক- কামাল কোষাধ্যক্ষ

প্রতিবেদক
satkhirar sakal
আগস্ট ৩০, ২০২৪ ১১:০৮ অপরাহ্ণ

আশাশুনি ব্যুরো : আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের বেউলায় মসজিদের কমিটি গঠনে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুম্মা নামাজের আগে বেউলা পশ্চিম পাড়া জামে মসজিদের মুসল্লীদের অংশগ্রহণে ও ভোটারাধিকারের মাধ্যমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে সকল মুসল্লীদের সিদ্ধান্ত মোতাবেক উপজেলা প্রশাসনের সহকারী প্রশাসনিক কর্মকর্তা এ.কে.এম মাহবুবুল হক, উপজেলা পরিষদের সিএ নাজমুল ইসলাম এবং জামায়াতে ইসলামী ছাত্রশিবির নেতা শীষ মোহাম্মদ জেরীকে নির্বাচন কমিশন গঠন করা হয়। অনুষ্ঠিত মসজিদ পরিচালনা কমিটির নির্বাচনে বেউলা পশ্চিম পাড়া জামে মসজিদের সাধারণ মুসল্লীবৃন্দ বেলা সাড়ে ১২ থেকে বেলা ১.৩০মিনিট পর্যন্ত ৩টি পদে ভোটারাধিকার প্রয়োগ করেন।

পরে জুম্মা নামাজ শেষে ভোট গননায় অবঃ সেনা সদস্য আলহাজ্ব কুরবান আলী ২১৩ ভোটের মধ্যে ২০৬ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। নির্বাচনে ৮৪ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন অবঃ সেনা সদস্য শহিদুল ইসলাম ও ৮৬টি ভোট পেয়ে কোষাধ্যক্ষ নির্বাচিত হন বিশিষ্ট ব্যবসায়ী কামাল বিশ্বাস। এসময় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন উপজেলা স্বেচ্ছাসেবক সদস্য নাঈম হোসেন, আশাশুনি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসকে হাসান, দপ্তর সম্পাদক শেখ বাদশা, বুধহাটা আঞ্চলিক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত ডেনিস সহ এলাকার সাধারণ মুসল্লীবৃন্দ।

সর্বশেষ - সাতক্ষীরা সদর