লিংকন আসলাম, আশাশুনি প্রতিনিধি : আশাশুনি উপজেলার আনুলিয়ায় জামাতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৫টায় ইউনিয়ন জামাত কার্যালয়ে একর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। জামাতের ইউনিয়ন আমীর মাওলানা হারুন অর রশিদের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা জামাতের কর্ম পরিষদ সদস্য ও শোভনালী ইউপি চেয়ারম্যান মাওলানা আবু বক্কর সিদ্দিক।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নায়েবে আমীর মাওলানা নুরুল আফসার মুর্তাজা। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইউনিয়ন সেক্রেটারি মাওলানা আব্দুর রশিদ, ওলামা বিভাগের সভাপতি মাওলানা শহিদুল ইসলাম, যুব বিভাগের সভাপতি মাওলানা শহীদুল্লাহ, মাওলনা আইয়ুব আলী প্রমুখ। সভায় কর্মীদের মান উন্নয়ন ও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করা হয়।