ইফতেখার সুমন, কপিলমুনি প্রতিনিধি :খুলনার পাইকগাছা উপজেলার দেলুটিতে বাঁধ ভেঙে সৃষ্ট বন্যার্তদের মাঝে ত্রাণ সহয়তা প্রদান করেছে জাকের পার্টি। শুক্রবার ও শনিবার সকাল থেকে এ কার্যক্রম পরিচালনা করে জাকের পার্টি। ভয়াবহ বন্যা পরিস্থিতি মোকাবেলায় নিরালস ভাবে কাজ করে যাচ্ছে জাকের পার্টি। সম্প্রতি অতিরিক্ত জোয়ারও অনাবৃষ্টিতে পাইকগাছা উপজেলার ভদ্রা নদী সংলগ্ন ওয়াবদার বাঁধ ভেঙে ২২ নং পোল্ডার সহ সেখানকার অন্তত ১৩ টি গ্রাম প্লাবিত হয়েছে।
ঘটনায় ওই এলাকার বহু মানুষ নিরস্রয় হয়ে পড়েছে। গবাদি পশু সহ অনেকে নিকটস্থ আশ্রয় কেন্দ্রে উঠলেও অধিকাংশ পরিবার আশ্রয় নিয়েছে দূরবর্তী রাস্তার পাশে পলিথিনের নিচে। ইতিমধ্য সেখানে খাদ্য, পানি, শিশু খাদ্য ও পশু খাদ্যের চরম সংকট দেখা দিয়েছে। সব মিলিয়ে সেখানকার জনজীবন চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। তলিয়ে গেছে কাঁচা ফসলের পাশাপাশি বহু মাছের ঘের। কাঁচা ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে।
এমন পরিস্থিতিতে মানবিক সংকট নিরসনে জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান সাহেবের নির্দেশে, জাকের পার্টি খুলনা সাংগঠনিক বিভাগের পক্ষ হইতে পাইকগাছা উপজেলার দেলাটি ইউনিয়নের বন্যা কবলিত মানুষের দোরগোড়ায় বস্ত্র ও রান্না খাবার পৌঁছে দেয় জাকের পার্টি। এ সময় উপস্থিত ছিলেন জাকের পার্টির খুলনা সাংগঠনিক বিভাগের সভাপতি ও সহকারী প্রেস সচিব সাব্বির হোসেন, সহ-সম্পাদক ও বাগেরহাট জেলার সভাপতি খান আরিফুল রহমান আরিফ, সাংগঠনিক সম্পাদক ও সাতক্ষীরা জেলার সভাপতি মোর্তজা আল মামুন (রাজু) আরো উপস্থিত ছিলেন খুলনা জাকের পার্টি জেলা সহ সাধারণ সম্পাদক ও পাইকগাছারভারপ্রাপ্ত সভাপতি শেখ ইফতেখার আল মামুন (সুমন), সাতক্ষীরা জেলা সাধারণ সম্পাদক খোরশেদ আলম, পাইকগাছা পৌর সভাপতি এরশাদ আলী মোড়ল এছাড়াও বাগেরহাট কৃষক ফ্রন্টের সভাপতি বাদল রেজা, খুলনা মহানগরের যুব ফ্রন্টের সভাপতি শেখ বিল্লাল হোসেন, আমজাদ ও ছাত্রী ফ্রন্টের খাদিজা বিনতে ইফতারসহ আরো অনেকে। দুর্যোগপূর্ণ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাদের ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানায় খুলনা সাংগঠনিক বিভাগের সভাপতি ও সহকারী প্রেস সচিব সাব্বির হোসেন।