ফজলুল হক, কালিগঞ্জ প্রতিনিধি : অতিরিক্ত টাকা না দিয়ে কোন প্রকার ভোগান্তি বা হয়রানি ছাড়াই অল্প সময়ের মাধ্যমে কালিগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) সরকারি খরচেই নামজারি কেস নিষ্পত্তি করে দিচ্ছেন। আবেদন দাখিলের সময় আবেদন ফি ২০টাকা ও নোটিশ জারি ফি ৫০টাকা মোট ৭০ টাকা শুধুমাত্র অনলাইনে পরিশোধ করতে হয়।
এ ছাড়া নামজারির সরকারি খরচ মাত্র ১১৭০ টাকা শুধুমাত্র এই সরকারি নির্ধারিত মূল্যে নামজারি সেবা দিচ্ছেন কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস । তিনি কালিগঞ্জ উপজেলায় যোগদান করার অল্প দিনেই ভূমি সেবার মাধ্যমে সকলের মন জয় করে অতি পরিচিত ও সুনাম অর্জন করেছেন। গত ২৫ আগস্ট ২০২৪ তারিখে নামজারির /জমা খারিজ/ জমা একত্রীকরণ এর আবেদন বা নাম পত্তনের জন্য একটিএ আবেদন করা হয়।
যার নামজারি আবেদন নং-(৬১৯১৫৮৬) কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর নামজারি করার জন্য আবেদন করলে মাত্র ৭ দিনে ওই নামজারি কেস কোন প্রকার ভোগান্তি ছাড়া বা অতিরিক্ত টাকা আদায় ছাড়াই কাগজপত্র যাচাই বাছাই করে নামজারি নিষ্পত্তি করে দিয়েছেন। ২ সেপ্টেম্বর (সোমবার) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) অফিসে কোন প্রকার দালাল বা অযথা হয়রানি শিকার না হয়ে আবেদনকারী নিজে হাজির হয়ে কাগজপত্র পর্যালোচনা করে এসিল্যান্ড অমিত কুমার বিশ্বাস নামজারির সরকারি খরচ ১১৭০ টাকা সরকারি রাজস্ব খাতে জমা দিয়ে উক্ত নাম জারি কেস নিষ্পত্তি করে দিয়েছেন।
এ সময় সৌজন্য সাক্ষাতে তিনি সাংবাদিকদের জানান কালিগঞ্জ উপজেলা ভূমি অফিসে সরকারি ফির বাহিরে অতিরিক্ত টাকা না দিয়েই ভূমি সেবা থেকে আমি কর্মরত থাকাকালীন কেউ কোন সময় বঞ্চিত ও হয়রানির হবে না বলে আশা করি। একটি জমির খারিজ খতিয়ান বা নামজারি করতে সরকার নির্ধারিত খরচ ১১৭০ টাকা হলেও দলিলপত্র রেকর্ড অনুযায়ী নামজারির আবেদনের জন্য কোর্ট ফি ২০ টাকা, নোটিশ জারি ফি ৫০ টাকা, রেকর্ড সংশোধন বা হালকরণ ফি এক হাজার টাকা ও প্রতি কপি মিউটেশন খতিয়ান সরবরাহ বাবদ ১০০ টাকার বাইরে আর কোনো খরচ নেই।
উপজেলা সহকারী কমিশনার ভূমি অফিসে যারা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন এ বিষয় জানতে চাইলে সংশ্লিষ্ট সহকারী ভূমি অফিসের সার্ভেয়র মোঃ মিরাজ হোসেন, অফিস সহায়ক শেখ আব্দুল্লাহ, নাজির মোঃ সরোয়ার হোসেন, এবং সংশ্লিষ্ট বসন্তপুর ইউনিয়ন (ভূমি) সহকারী কর্মকর্তা গাজী মোহাম্মদ আলী এবং অফিস সহায়ক শাহাজান আলী ও হারুন অর রশিদ বিবিআর হবংি২৪.পড়স এর এবং দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকার কালিগঞ্জ প্রতিনিধিকে জানান অনলাইনে আবেদন করার পর নেটওয়ার্কের যদি কোন বাড়তি ঝামেলা পোহাতে না হয় সেক্ষেত্রে অতি দ্রুত অল্প দিনের মধ্যেই নিজ মালিকাধীন দখলীয় জায়গা জমি বা সম্পত্তির মিউটেশন বা খারিজ খতিয়ানের জন্য সংশ্লিষ্ট সরকারি কমিশনার (ভূমি) অফিসের এসিল্যান্ড স্যারের নির্দেশে কোন প্রকার অতিরিক্ত কোনো টাকা ছাড়াই নামজারি কেস নিষ্পত্তি করা সম্ভব হচ্ছে।
সে ক্ষেত্রে অবশ্যই নামজারী করার ক্ষেত্রে প্রয়োজনীয় ডকুমেন্টের মাধ্যমে ,পাসপোর্ট সাইজের ০১ কপি ছবি,এস.এ খতিয়ান এর ফটোকপি/ সার্টিফাইট কপি,আর.এস খতিয়ান/ মাঠ জরিপের পর্চা এর ফটোকপি/ সার্টিফাইট কপি,খারিজ খতিয়ানের ফটোকপি, ওয়ারিশ সনদপত্র(অনধিক তিন মাসের মধ্যে মূল দলিলের ফটোকপি/ সার্টিফাইট কপি, বায়া/ পিট দলিলের ফটোকপি/ সার্টিফাইট কপি, ভূমি উন্নয়ন কর পরিশোধের দাখিলা(অবশ্যই দাখিল করতে হবে)৯। তফসিলে বর্ণিত চৌহদ্দি কলমী প্রযোজ্য ক্ষেত্রে আদালতের রায়/ আদেশ/ ডিক্রীর ফটোকপি/ সার্টিফাইট কপি ডিসিআর ব্যতিত কোন খারিজ খতিয়ান সরবরাহ করা হয় না বলে জানান।