কালিগঞ্জ প্রতিনিধি : কালিগঞ্জ উপজেলায় সরকারি নির্ধারিত মূল্য টিসিবির পণ্য বিক্রয়। কালিগঞ্জ উপজেলার ০৯নং মথুরেশপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের দিকনির্দেশনায় মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর ২০২৪ইং) সকাল সাড়ে নয়টায় টিসিবির পণ্য বিক্রির কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
টিসিবির পণ্য বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন দায়িত্বপ্রাপ্ত উপজেলা আইসিটি অফিসার হেমেন্দ্র নাথ মন্ডল এসময় উপস্থিত ছিলে দৈনিক হৃদয় বার্তা পত্রিকার কালিগঞ্জ ব্যুরো প্রধান শেখ সাদেকুর রহমান দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকার কালিগঞ্জ প্রতিনিধি ফজলুল হক, ইউপি সদস্য দেবাশীষ মন্ডল , মোঃ আবু তাহের, ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান মোদাচ্ছের রহমান।
এ সময় টিসিবির পণ্য বিক্রয়ের সার্বিক দায়িত্বে ছিলেন মীর মিয়ারাজ হোসেন বাবু ও আলাউদ্দিন, শেখ রিয়ান হোসেন প্রমুখ টিসিবির বিক্রয় কার্যক্রম মেসার্স রিয়ান ট্রেডার্সের ব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রোপাইটর শেখ সাদেকুর রহমানের টি,সি,বি,র পণ্য বিক্রয় কেন্দ্র কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সংলগ্ন মথুরেশপুর ইউনিয়নের নাজিমগঞ্জ উপজেলা মোড়ে শেখ রিয়ান ট্রেডার্স ডিলারের নিজস্ব ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার হেমেন্দ্র নাথ মন্ডল ও উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় পরিচালনা করা হয়েছে।
মথুরেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব বীর মুক্তিযোদ্ধ আব্দুল হাকিম জানান উপকারভোগী পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য এ দফায় স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যদের তালিকায় অন্তর্ভুক্ত /তালিকা অনুযায়ী সুবিধাভোগীরা ভোক্তা সর্বোচ্চ ৫ কেজি চাউল,২ লিটার সয়াবিন তেল, ২ কেজি মসুর ডাউল, দেওয়া হয়েছে। সরকারি নির্ধারিত মূল্য প্রতি কেজি চাউলের মূল্য ৩০ টাকা, প্রতি লিটার সয়াবিন তেল ১০০ টাকা, প্রতি কেজি মসুর ডাল ৬০ টাকা, বিক্রি হয়েছে। একটি প্যাকেজের নির্ধারিত মূল্য ৪৭০ টাকা। এবারের ধাপে মোট ১১৬৩ জন তালিকায় অন্তর্ভুক্ত সুবিধাভোগী নারী-পুরুষ ব্যক্তিদের মাঝে পর্যায়ক্রমে সরকারি নির্ধারিত মূল্যে টিসিবির পণ্য সামগ্রী তুলে দেওয়া হচ্ছে। ডিলার ব্যতিত টিসিবির পণ্য সামগ্রী বিক্রয় দণ্ডনীয় অপরাধ।