এ. মাজেদ : সদর উপজেলা ভালুকা চাঁদপুর সবুজ সংঘের খেলাধুলার মান উন্নয়নে এবং যুব সামাজকে মাদক থেকে দূরে রাখতে ফুটবলসহ খেলাধুলার অন্যান্য উপকরণ পাঠালেন ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্মসচিব আ ন ম তরিকুল ইসলাম। ৩রা সেপ্টেম্বর মঙ্গলবার ভালুকা চাঁদপুর সবুজ সংঘের পক্ষে ফুটবল ও অন্যান্য খেলাধুলার উপকরণ গ্রহণ করেন সবুজ সংঘের সাধারণ সম্পাদক মো. আল কালাম আবু অহিদ বাবলু ও ক্রীড়া সম্পাদক মো. জহিরুল ইসলাম (জহির)।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সিনিয়র রেফারী মো. নাসিরউদ্দিন, রেফারী ও সাংবাদিক আব্দুল মাজেদ, এবং জেলা ফুটবল একাদশের খেলোয়াড় বাপ্পীজুল ইসলাম। সাতক্ষীরা জেলায় খেলাধুলায় নিবন্ধিত ক্লাব গুলোর মধ্যে ভালুকা চাঁদপুর সবুজ সংঘ অন্যতম। জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত প্রথম বিভাগ ফুটবল খেলায় একাধিকবার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় উক্ত উপহার সামগ্রী পাঠিয়েছেন তিনি।
এছাড়াও তিনি ভালুকা চাঁদপুর আদর্শ ডিগ্রী কলেজ, ভালুকা চাঁদপুর উত্তর পাড়া আই পি এম সমবায় সমিতি এবং ভালুকা চাঁদপুর দোনপার কৃষি ভিত্তিক সমবায় সমিতিতেও ফুটবল বিতরণ করেন। ভালুকা চাঁদপুর সবুজ সংঘের পক্ষ থেকে কৃতজ্ঞতান্তে ধন্যবাদ জ্ঞাপন করেন ক্লাব কর্তৃপক্ষ।