বিলাল হোসেন : শ্যামনগরের গাবুরা ইউপির ১২২ নং খোলপেটুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক দূর্নীতিবাজ, প্রতারক, অর্থ আত্মস্যাতের অভিযুক্ত ও বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের কেন্দ্রীয় নেতা দেলোয়ার হোসেন লিটন এর পক্ষে অনৈতিক সুবিধা নিয়ে গাবুরা ইউপি যুবদলের সভাপতি গাজী মাহমুদ এলাহী, যুন্ম আহবায়ক মোতাছিম বিল্যাহ, শেখ সোহেল, সালাউদ্দীন বাবলু, ১নং ওয়ার্ড যুবদলের সভাপতি আবুল কালাম, সহ সভাপতি সাইফুল ইসলাম, যুগ্ম সম্পাদক ইব্রাহীম খলিল, বাচ্চু, সাংগঠনিক সম্পাদক মোখলেছ, দেলোয়ার হোসেন, মিলন হোসেন, বিএনপি নেতা দাউদ আলী খান, কৃষকদলের ডাঃ শহীদুল্লাহ্ প্রমুখ অবস্থান নেওয়ার অভিযোগ উঠেছে।
৩ সেপ্টেম্বর মঙ্গলবার খোলপেটুয়া সরকারি প্রথমিক বিদ্যালয়ের সামনে দেলোয়ার হোসেন লিটন বিরুদ্ধে বিভাগীয় মামলা প্রত্যাহারের জন্য দাবি জানিয়ে মানববন্ধন করেছেন যুবদল সভাপতির নেতৃত্বে। এর আগে তদন্ত করে গত ০৪.১২.২০২২ তারিখে ছয়টি বিষয় উল্লেখ পূর্বক বিভাগীয় মামলা রুজু করেন সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন করিমী।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যক্তি বলেন দেলোয়ার হোসেন দুর্নীতিবাজ মানুষ শুধু গাবুরা না সারা শ্যামনগরের মানুষ জানে, যখন যে দল আসে খোলস পাল্টে তখন সে দলের চাটুকারিতা করে তার পক্ষ নিয়ে যুব দলের নেতারা মানববন্ধন করছে এটা আসলে মানতে কষ্ট হচ্ছে, শুধু এটা নয় এর পূর্বে গত ০৫.০৮.২৪ তারিখ গাবুরা ইউনিয়ন এর কালিবাড়ি হিন্দু পরিবারে লুট করে এই দলের শেখ সোহেল ও সালাউদ্দীন বাবলুসহ অন্যান্যরা। গাবুরা ইউপি যুবদলের সভাপতি গাজী মাহমুদ এলাহীর কাছে এ বিষয়ে জানতে চাইলে বলেন দেলোয়ার হোসেন আগে বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের নেতা ছিল আমি জানতাম না এবং আমার কর্মীরা বাজার থেকে আমাকে ডাকলে আমি না জেনে ওখানে চলে আসছিলাম,পরে বুঝতে পেরে আমার ফেসবুকে ভূল স্বীকার করে পোস্ট করছি, আমি কোন আওয়ামী পন্থী সাথে কখনো আতাত করে চলেনি।
শ্যামনগর উপজেলা যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম দুলু জানান, আমার জানা মতে তাদের শোকজ করা হয়েছে, শনিবারে তাদের কাছে জানা হবে এবং তাদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়া হবে। সত্যতা পেলে বহিষ্কার ও করা হতে পারে। বি এনপিকে পুঁজি করে কেউ অনিয়ম দূর্নীতি করলে তাকে প্রশ্রয় দেওয়া হবে না। অর্থের বিনিময়ে জাতীয়বাদী যুবদলের বঙ্গবন্ধু পরিষদ নেতার পক্ষ নেওয়া, চুরি লুটপাটের জড়িয়ে পড়ায় এলাকায় যুবদলের ভাবমূর্তি চরমভাবে ক্ষুর্ন হচ্ছে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এর জন্য সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী।