শেখ মোসলেম আহম্মেদ, কলারোয়া : দীর্ঘ প্রায় ৪ বছর কারাভোগের পর সাতক্ষীরা কারাগার থেকে মুক্তি পেলেন উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রকিব মোল্ল্যা, সাংগঠনিক সম্পাদক তামিম আজাদ মেরিন, সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফ হোসেন, শহিদুল ইসলাম,খোকন, আলতাফ হোসেন, সোহাগ, জহরুল ইসলাম, নজরুল ইসলাম, রিপনসহ ৩৮ জন নেতাকমর্মী।
উচ্চ আদালত থেকে জামিনের আদেশ পাওয়ার পর বুধকার বিকাল ৫ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত পর্যায়ক্রমে তাদেরকে মুক্তি দেওয়া হয়। এ সময় সাতক্ষীরা জেলগেটে হাজার হাজার নেতাকর্মীদের উপস্থিতিতে তাদেরকে গলায় গলায় মালা ও ফুলদিয়ে শুভেচ্ছো জানানো হয়। পরে জেল থেকে মুক্তি পাওয়া নেতাকর্মীরা কলারোয়ায় এসে রাত সাড়ে ৯ টার দিকে তাদের নেতৃত্বে একটি আনন্দ আনন্দ মিছিল পৌরসদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের বাসভবনের সামনে এক সমাবেশে বক্তব্য রাখেন সদ্য কারা মুক্ত নেতা আব্দুর রকিব মোল্যা, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদের বাচ্চু, সাংগঠনিক সম্পাদক তামিম আজাদ মেরনি প্রমুখ।
মিছিল ও সমাবেশে বিএনপিসহ অংগ সংগঠনের শতশত নেতাকর্মী উপস্থিত ছিলেন। এর আগে গত মঙ্গলবার বিকাল ৪ টার দিকে ঢাকার কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ থেকে কেন্দ্রীয় বিএনপি’র প্রকাশনা সম্পাদক সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবুল ইসলাম হাবিব মুক্তি পান।