বিশেষ প্রতিনিধি : সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী নলতা হাইস্কুলে অত্র বিদ্যালয়ের ১৯৮১ সালের কৃতি শিক্ষার্থী, কানাডা প্রবাসী, প্রকৌশলী ড. হোসনে আরা বানু বৃত্তির ২য় কিস্তির (জুলাই-ডিসেম্বর’২৪) মাসে ৫০০/- টাকা করে প্রত্যেককে এককালীন ৩ হাজার টাকা করে ২০ জনের ৬০ হাজার টাকা প্রদান করা হয়েছে।
৫ সেপ্টেম্বর’২৪ বৃহস্পতিবার সকাল ১০ টায় নলতা হাইস্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক ও নলতার মাঘুরালী গ্রামের বাসিন্দা মরহুম ছিয়ামত আলী বিশ্বাস এর ৪র্থ কন্যা, বিশিষ্ট রাজনীতিবিদ, গরীব-দুঃখী অসহায় মানুষের হৃদয়ের মানুষ, হৃদরোগ বিশেষজ্ঞ আলহাজ্জ অধ্যাপক ডা: মো: শহিদুল আলম ও মেরিন ইঞ্জিনিয়ার এনামুল হক সেলিম এর আপন বোন ইঞ্জিনিয়ার ড. হোসনে আরা বানু এর নামে দীর্ঘদিন থেকে প্রচলিত উক্ত বৃত্তি প্রদানকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ড. হোসনে আরা বানু’র ব্যাচ মেট মো: আব্দুল মোনায়েম এর সভাপতিত্ব ও পরিচালনায় শিক্ষার্থীদের জন্য দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও সরকারি খান বাহাদুর আহছান উল্লাহ কলেজের ব্যবস্থাপনা বিভাগীয় প্রধান মো: মনিরুজ্জামান (মহসিন)।
এ সময় উপস্থিত ছিলেন প্রকৌশলী ড. হোসনে আরা বানু এর মেজ ভাই বিশিষ্ট সমাজসেবক মো: হাবিবুর রহমান, সমাজসেবক আলহাজ্জ মো: রেজাউল ইসলাম, এসডিএফ সংস্থার নির্বাহী পরিচালক মো: আশরাফুল ইসলাম, দৈনিক দৃষ্টিপাতের বিশেষ প্রতিনিধি মো: রফিকুল ইসলাম, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শুনীল কুমার বিশ্বাস, নলতা হাইস্কুলের সিনিয়র শিক্ষক মো: মাহবুর রহমান, শিক্ষক মো: মিজানুর রহমান সহ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীবৃন্দ। নলতা মাধ্যমিক বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণি থেকে বৃত্তির জন্য মনোনীত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীরা হলো-মোছা: মারিয়া পারভীন, মো: মিনহাজুল ইসলাম, মোছা: মরিয়ম পারভীন, সামিয়া আক্তার সুমী ও আজমীর হোসেন নিরব (৭ম), মোহনা সুলতানা, সোনিয়া পারভীন ও শেখ মারুফ হোসেন (৮ম), তামান্না সুলতানা, প্রেমা দাশ, মহুয়া জান্নাতুল মাওয়া, মো: হাফিজুল ইসলাম, মোছা: সুরাইয়া পারভীন, মো: ফরহাদ হোসেন, মো: সাফায়েত হোসেন, মেশকাতুল জান্নাত ও রাফেয়া ইমরোজ (৯ম) এবং মো: ফারজিন হোসেন, মোছা: ফতেমা পারভীন ও সাজিদুল ইসলাম সাজিদ (১০ম) শ্রেণি। উপস্থিত সকলে- বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা যাতে বৃত্তির টাকা নিয়ে শিক্ষা সংক্রান্ত কাজ ব্যতীত অন্য কোনো কাজে ব্যয় না করে মানুষের মত মানুষ হওয়ার আহবান জানান এবং ড. হোসনে আরা বানু ও তার পরিবারের জন্য দোয়া করতে বলেন।