মনিরামপুর প্রতিনিধি : যশোরের মনিরামপুর প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনের লক্ষ্যে গঠিত নির্বাচন কমিশনের কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাতে প্রেস ক্লাব হলরুমে আনুষ্ঠানিকভাবে তাদের কাছে প্রয়োজনীয় কাগজপত্র হস্তান্তর করেন পরিচালনা পরিষদ। দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কমিশনার হলেন- অ্যাডভোকেট মকবুল ইসলাম, আসাদুজ্জামান মিন্টু ও সহকারী অধ্যাপক ফজলুল হক।
নির্বাচন কমিশনাররা গণমাধ্যমকর্মীদের উদ্দেশে বলেন, সুষ্ঠু ও সুন্দর নির্বাচন উপহার দেওয়ার জন্য সব সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন। চলতি মাসের শেষ সপ্তাহে প্রেস ক্লাবের নির্বাচন সম্পন্ন করতে সর্বত্র চেষ্টা করা হবে। উল্লেখ্য, সোমবার (২ সেপ্টেম্বর) মনিরামপুর প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত গণমাধ্যমকর্মীদের সর্বসম্মতিক্রমে তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।