ই.এইচ. সুজন, কুল্যা প্রতিনিধি : আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের পুরোহিত (গুনাকরকাটি) গ্রামের শহিদুল্লাহ সরদারের ছেলে মাদ্রাসা ছাত্র নয়ন ইসলাম (১৫) এর সন্ধান পেতে ব্যাকুল হয়ে আছে তার পরিবার।
পারিবারিক সূত্রে জানাগেছে আশাশুনির শরাফপুর মাদ্রাসায় পড়ালেখা করে নয়ন ইসলাম। কয়েকদিন আগে বাড়ি থেকে মাদ্রাসার উদ্দেশ্যে রওনা হয় নয়ন ইসলাম। কিন্তু সে আরও মাদ্রাসায় পৌছায়নি। এদিন থেকে সম্ভাব্য স্থান সহ বিভিন্ন এলাকায় তার খোঁজ খবর নিলেও কোন হদিস মেলেনি তার।
মাদ্রাসা ছাত্রের পিতা শহিদুল্লাহ সরদার ছেলের সন্ধান পেতে থানায় সাধারণ ডায়েরি করবেন বলে জানিয়েছেন। ছেলের সন্ধান পেলে জরুরী যোগাযোগের জন্য বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন পিতা শহিদুল্লাহ সরদার। মোবাইল নং ০১৪০৩-১২৪২২৭- ০১৯২৪-১১৫২১৯.