সকাল ডেস্ক : বন্যা কবলিত অসহায় মানুষের পাশে দাঁড়াতে কামালনগর এলাকাবাসীর পক্ষ থেকে লক্ষ্মীপুর জেলার উদ্দেশ্যে খাদ্য সামগ্রী নিয়ে রওনা হয়েছেন কামালনগরবাসী।
লক্ষ্মীপুর জেলায় বন্যা দুর্গত মানুষের মাঝে উপহার সামগ্রি বিতরণ এর জন্য শুক্রবার রাতে এক ট্রাক খাদ্য সামগ্রী ও প্রয়োজনীয় জিনিস নিয়ে কামালনগর বড় মসজিদের পেশ ইমাম ও খতিব ইয়াছিন আলম খান এর নেতৃত্বে আব্দুল আজিজ, মনিরুল ইসলাম মন্টু, নুর ইসলাম, আ: রশিদ বন্যা দুর্গত মানুষের জন্য সাতক্ষীরা থেকে রওনা দেন।
ত্রাণ সামগ্রী নিয়ে রওনা হওয়ার সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব ডাক্তার আবুল কালাম বাবলা সহ এলাকাবাসী। নিরাপদে বন্যা কবলিত এলাকায় পৌঁছাতে এবং খাদ্য বিতরণ কর্মসূচি সফল করতে সাতক্ষীরা বাসীর কাছে দোয়া কামনা করেছেন কামালনগর এলাকাবাসী।