তাসকিন আহমেদ, কুলিয়া প্রতিনিধি : দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নকে বাল্যবিবাহ মুক্ত ইউনিয়ন ঘোষনা করা হয়েছে। রবিবার (৮সেপ্টেম্বর) সকাল ১০ ঘটিকায় কুলিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর অর্থায়নে ও সুশীলনের বাস্তবায়নে দেবহাটা এরিয়া প্রোগ্রামের সার্বিক ব্যবস্থাপনায় কুলিয়া ইউনিয়নকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করেন কুলিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রভাষ মন্ডল।
এর আগে কুলিয়া ইউনিয়নে ওর্য়াল্ড ভিশন বাংলাদেশ ও সুশীলন বাল্যবিবাহ প্রতিরোধ সর্ম্পকে জনসাধারণের মাঝে সচতেনতা বৃদ্ধি, পটগান, উঠান বৈঠক ও বাল্য বিবাহ ঝুঁকিতে থাকা কিশোর-কিশোরীদেরকে নিয়ে বিভিন্ন ভাবে কাজ করেছেন। তাদের র্কাযক্রমের ফলে ইউনিয়নের গ্রামগুলিতে বাল্যবিবাহের হার কমে এসেছে মানুষ সচেতন হয়েছে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুলিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রভাষ মন্ডল, সুশীলনের কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার জোৎস্না বালা, ইউপি সদস্যা ফাতেমা খাতুন, মাসুম চৌধুরী ও এস এম সাইফুল ইসলাম। বক্তারা বলেন, বাল্যবিবাহ জাতির জন্য অভিশাপ, বাল্যবিবাহের ফলে শিশু ও মায়েদের অপুষ্টি দেখা দেয়।
শিশুদের সুন্দর একটি ভবিষ্যৎ নষ্ট হয়ে যায়। আজ থেকে কুলিয়া ইউনিয়নকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করা হচ্ছে। শুধু কুলিয়া ইউনিয়ন নই আগামী দিনে উপজলোর সবগুলো ইউনিয়নকে বাল্যববিাহ মুক্ত করার জন্য আমাদের সকলকে সম্মলিতভাবে কাজ করতে হবে। আমরা চাই দেবহাটা উপজেলা একটি বাল্যবিবাহ মুক্ত উপজেলা হবে। আসুন আমরা সরকারি, বেসরকারি সংস্থার সহযোগীতায় জনগনের মাঝে সচেতনার বৃদ্ধি কার্যক্রম অব্যহত রাখতে হবে যাহাতে ইউনিয়নের কোন গ্রামগুলোতে আর বাল্যবিবাহ না হয়।
এই বিশেষ কার্যক্রমের জন্য ওর্য়াল্ড ভিশন বাংলাদেশ ও দেবহাটা এরিয়া প্রোগ্রাম সুশীলনকে সাধুবাদ জানিয়ে ইউনিয়নকে বাল্যবিবাহ মুক্ত ইউনিয়ন ঘোষণা করা হয়। এসময় ইউপি সদস্য আ: হান্নান, প্রেম কুমার, রওনাক-উল-ইসলাম রিপন, ইউপি সদস্যা শিরিনা খাতুন, কমিউনিটি ফ্যাসিলিটেটর সাইফুল ইসলাম, ১১০জন মা সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।