মঙ্গলবার , ১০ সেপ্টেম্বর ২০২৪ | ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

ভোমরা বন্দরে শ্রমিকনেতাদের নামে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

প্রতিবেদক
satkhirar sakal
সেপ্টেম্বর ১০, ২০২৪ ১০:৫৯ অপরাহ্ণ

ভোমরা প্রতিনিধি : ভোমরায় শ্রমিক ইউনিয়নের নেতা ও কর্মচারীদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শ্রমিক ইউনিয়নের সদস্য ও কর্মচারীবৃন্দ। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুরে বিভিন্ন শ্রমিক সংগঠনের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন, সিএ্যান্ডএফ এসোসিয়েশন সহ ছয়টি শ্রমিক ইউনিয়ন অংশ নেয়।

মানববন্ধনে মো: জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন শ্রমিকনেতা মো: ওবায়দুল্লাহ, হাদিউজ্জামান বাদশা, লাল্টু, শাজাহান আলী প্রমুখ। এসময় বক্তারা বলেন, ভোমরা ইউনিয়নের আফসার আলী নামের এক প্রভাবশালী ব্যক্তি ও তার ছেলে শামস ইশতিয়াক শোভন হয়রানি করার উদ্দেশ্যে শ্রমিক নেতা হারুনার রশিদ, যুবদলের আহবায়ক মো: নিজাম উদ্দিন, ব্যবসায়ী মো: নাজমুল আলম রিপন সহ বেশ কয়েকজনের নামে মিথ্যা মামলা দায়ের করেছেন। অবিলম্বে এসব মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে অন্যথায় বন্দর অচল করে দিয়ে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন বক্তারা।

সর্বশেষ - সাতক্ষীরা সদর

আপনার জন্য নির্বাচিত