আশাশুনি ব্যুরো : আশাশুনি উপজেলা যুব উন্নয়ন অফিসের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদায়ী সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কাজী সুবীর হাসান সাতক্ষীরা সদর উপজেলায় বদলী হয়েছেন। বিদায় সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক সঞ্জীব কুমার দাশ।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীত কুমার দাশের সভাপতিত্বে সভায় বিদায়ী অতিথি কাজী সুবির হাসান, আশাশুনি প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, রক্ত করবী সভাপতি কামরুন্নার কচি, উদারতা যুব ফাউন্ডেশনের শিক্ষা সম্পাদক দেলোয়ার হোসেন, গ্রাম উন্নয়ন যুব সংস্থার সভাপতি ইয়াছিন আলী, সফল আত্মকর্মী তানিয়া ও চন্দ্রা রানী, কম্পিউটার অপারেটর শওকত আলী, ক্যাশিয়ার মিল্টন কুমার দাশ, অফিস সহকারী রক্সান আলী প্রমুখ বক্তব্য রাখেন। সবশেষে বিদায়ী কর্মকর্তাকে ক্রেস্ট প্রদান করা হয়।