আশাশুনি ব্যুরো : আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়ন সমাজ কল্যাণ যুব সংঘের পুর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। গতকাল সন্ধ্যা ৭ টায় প্রতাপনগর সরদার বাড়ী মোড়স্ত প্রতাপনগর ইউনিয়ন সমাজ কল্যাণ যুব সংঘের অস্থায়ী কার্যালয়ে এ কমিটি গঠনের কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।
প্রতাপনগর ইউনিয়ন সমাজ কল্যাণ যুব সংঘের প্রধান উপদেষ্টা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি স ম আক্তারুজ্জামানের উপস্থিতে সিলেকশনের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে কমিটির সভাপতি নির্বাচিত হন মামুন হাসান। সাধারণ সম্পাদক নির্বাচিত হন মেহেদী হাসান রেহান এবং সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হন তারেক রহমান।
অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে ৭১ সদস্য বিশিষ্ট একটি পুর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। এ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুবদল নেতা আলমগীর হোসেন, কেরামত আলী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।