লিংকন আসলাম, আশাশুনি প্রতিনিধি : আশাশুনি উপজেলার ৬৩ নং তুয়ারডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১সেপ্টেম্বর) বেলা ১২ টায় তুয়ারডাঙ্গা ঈদগাহ ময়দানে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের শুরুতেই কোরআন তেলাওয়াত করেন আনোয়ারা পারভীন ও গীতা পাঠ করেন অনিকা মন্ডল।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক দরবেশ-ই-রসুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বিভিন্ন দিকনির্দেশনা মুলক বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার বর্মন। সহকারী শিক্ষক মানষ কুমার হালদারের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সোহাগ আলম। উক্ত উঠান বৈঠকে শিক্ষার মান উন্নয়ন, শতভাগ উপবৃত্তি নিশ্চিত করা, অভিভাবকদের অভিযোগ শুনে পরামর্শ প্রধান করা হয়।
বৈঠকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক দরবেশ-ই- রসুল বলেন উপজেলার মধ্যে আমাদের বিদ্যালয় কে প্রথম সারিতে নিয়ে যাবো। আমাদের বিদ্যালয়ের শিক্ষকরা শিক্ষাদান সহ সকল কিছু মোকাবেলার প্রস্তুত থাকে। আমি যতদিন এই বিদ্যালয়ে আছি ততদিন কোনো অপশক্তি রুখে দাঁড়াতে পারবে না। তিনি আরও বলেন আমাদের বিদ্যালয় সব দিক থেকেই এগিয়ে রয়েছে। ইউনিয়ন পর্যায়ে ছাত্ররা টানা তিন বার চ্যাম্পিয়ন হয়েছে। সাংস্কৃতিক ও ক্রীড়াঙ্গনে উপজেলা ও জেলা পর্যায়ে সাফল্য পেয়েছে।
সুসজ্জিত আইসিটি ও প্রাক প্রাথমিক রুম। আমাদের একমাত্র লক্ষ্য বাচ্চাদের দেশ গড়ার লক্ষ্যে গড়ে তোলা। এসময় অন্যান্যের মধ্যে তুয়ারডাঙ্গা দাখিল মাদরাসার সুপার আবু শাহীনুর রহমান, সহকারী শিক্ষক দিপংকর কুমার বৈদ্য,লক্ষী রানী রায়,জমিদাতা সদস্য আব্দুল হামিদ মোল্ল্যা, ইউপি সদস্য ইব্রাহিম খলিল টুকু,আইয়ুব আলী, সাইফুল আলম , শারমিন সুলতানা প্রমুখ।