দেবহাটা ব্যুরো : দেবহাটা ঐতিহ্যবাহী সখিপুর বাজার জামে মসজিদের কমিটি গঠন হয়েছে। শুক্রবার (১৩সেপ্টেম্বর) সকাল ১০ঘটিকায় ভোটের মাধ্যমে উক্ত কমিটি গঠন হয়। কমিটিতে ডা: আবুল হোসেন বিনা প্রতিদ্বন্দ্বীতায় সভাপতি নির্বাচিত হয়েছেন এবং আসাদুজ্জামান হেনরী ভোটের মাধ্যমে রাজুকে হারিয়ে সেক্রেটারী এবং আনছার আলী ক্যাশিয়ার নির্বাচিত হয়েছেন।
উপস্থিত থেকে কমিটি গঠনে সার্বিক সহযোগীতা করেন আহবায়ক কমিটির প্রধান সাতক্ষীরা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আসাদুজ্জামান মুকুল। এসময় উপস্থিত ছিলেন সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম, বিশিষ্ট সমাজ সেবক কামরুজ্জামান কামরুল, ইউপি সদস্য মোখলেছুর রহমান, বিশিষ্ট ব্যাবসায়ী নজরুল ইসলাম, সুমন হোসেন, আব্দুল খালেক, হাফেজ আল আমিন, রুহুল আমিন, সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন, সালাউদ্দিন হোসেন লাভলু, আশরাফুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন ও শাহীন হোসেন প্রমূখ।