ধুলিহর প্রতিনিধি : সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের কোমরপুর ফুটবল মাঠে ১৩ সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৪টায় বর্ষাকালীন ৮দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ভালুকা চাঁদপুর সবুজ সংঘ এবং সাতক্ষীরা বন্ধু মহল ফুটবল একাদশের খেলোয়াড়দের ক্রীড়া নৈপুণ্য দেখার জন্য হাজার হাজার দর্শকের সমাগম ঘটে ফুটবল মাঠে।
টানটান উত্তেজনাপূর্ণ ফাইনাল খেলায় ২-১ গোলে সাতক্ষীরা বন্ধু মহল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ভালুকা চাঁদপুর সবুজ সংঘ। ভালুকা চাঁদপুর সবুজ সংঘের পক্ষে কৃষ্ণ মন্ডল ও সাদ্দাম হোসেন এবং সাতক্ষীরা বন্ধু মহল একাদশের হয়ে একমাত্র গোলটি করেন সাচ্চু। ফাইনাল খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হন কৃষ্ণ মন্ডল।
খেলা শেষ পুরস্কার বিতরণ করেন কোমরপুর ক্লাবের সভাপতি মঈনুর রহমান, ইউপি সদস্য আলমগীর হোসেন মন্টু, বিশিষ্ট সমাজ সেবক আল. মোঃ আব্দুল মান্নান, আল. মোঃ মোজাম্মেল হক খান, ইউপি সদস্য মো. ফারুক হোসেন মিঠু এবং ভালুকা চাঁদপুর মডেল হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক মোঃ আল কালাম আবু অহিদ বাবলু প্রমুখ। ফাইনাল খেলায় রেফারির দায়িত্ব পালন করেন মো. রবিউল ইসলাম, শহিদুল ইসলাম এবং মিয়ারাজ আলী।