দেবহাটা ব্যুরো : সাতক্ষীরা জেলার নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল, কলেজ, মাদ্রাসা) শিক্ষক কর্মচারী পরিষদের কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (১৭সেপ্টেম্বর) সকাল ১১ ঘটিকায় সদর উপজেলার ভোমরা ইউনিয়নের ইউনাইটেড মডেল কলেজ (শ্রীরামপুর) ৩তলা শ্রেণীকক্ষে সাতক্ষীরা জেলার ৭টি উপজেলার নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল, কলেজ ও মাদ্রাসার উপস্থিত শিক্ষকদের সর্বসম্মতি ক্রমে জেলা নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী পরিষদের কমিটি গঠন করা হয়।
ইউনাইটেড মডেল কলেজের অধ্যক্ষ ও নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী পরিষদের কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য নাজমুল সাহাদাৎ আজাদীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার ৭টি উপজেলার নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দরা। কৈখালী ছিদ্দিকিয়া রাশেদীয়া দাখিল মাদ্রাসার সুপার আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলারোয়া হাবিবুল ইসলাম কলেজের অধ্যক্ষ ওহিদুজ্জামান, সাতক্ষীরা আদর্শ মহিলা মাদ্রাসার শিক্ষক আব্দুল মোমেন, কে.এম.এস.সি কলেজিয়েট প্রভাষক আবুল কালাম আজাদ, নুরনগর আশলতা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাসিবুল ইসলাম, আলামিন মহিলা দাখিল মাদ্রাসার সুপার মাও: গোলাম রসুল, রাজাপুর মহিলা দাখিল মাদ্রাসার সুপার শহিদুল ইসলাম, দেবীশহর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর সামাদ, বাগবাটী দাখিল মাদ্রাসার সুপার আ: হান্নান।
বক্তারা বলেন, ফ্যাশিবাদী আওয়ামী লীগ সরকারের আমলে আমরা চরম নির্যাতন ও হয়রানীর শিকার হয়েছি। আমাদের ন্যায্য ও যৌক্তিক বেতনের দাবীতে অতীতে মানববন্ধন, অবস্থান ধর্মঘাট, সংবাদ সম্মেলন, র্যালী, পদযাত্রা ও আমরন অনশনের মতো অনেক কর্মসূচী গ্রহন করার পরেও এমপিও স্বীকৃতি প্রাপ্ত চলমান থাকা সত্বেও আমাদের প্রতিষ্ঠান এমপিও ভুক্ত না করে আমাদের উপর লাঠিচার্জ, টিয়ারসেল নিক্ষেপ করা হয়েছিলো।
আমরা আশাকরি এবার আমাদের প্রতিষ্ঠান গুলো এমপিওভুক্ত হবে। এসময় উপস্থিত শিক্ষকদের সর্বসম্মতিক্রমে নুরনগর আশলতা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাসিবুল ইসলামকে সভাপতি ও আলামিন মহিলা মাদ্রাসার সুপার মাও: গোলাম রসুলকে সাধারন সম্পাদক। আশরাফুল(সদর), ওহিদুজ্জামান (কলারোয়া), সুকুমার ঘোষ (দেবহাটা), বজলুর রহমান (কালিগঞ্জ), আব্দুল্লাহ আল মামুন (শ্যামনগর) সহ-সভাপতি।
কবিরউদ্দীন (কলারোয়া), ইকলাসুর রহমান (আশাশুনি), আ: হান্নান (কালিগঞ্জ), মামুন (শ্যামনগর), মনিরুজ্জামান (কলারোয়া) সহ-সাধারন সম্পাদক, মোজাম্মেল (আশাশুনি) সাংগঠনিক সম্পাদক, মোস্তফা (তালা) সহ-সাংগঠনিক সম্পাদক, আবুল কালাম (তালা) অর্থ সম্পাদক, রবিউল (শ্যামনগর) ও মুনসুর (কালিগঞ্জ) সহ-অর্থ সম্পাদক, রুহুল (সদর) ও আরিফ বিল্লাহ (শ্যামনগর) দপ্তর সম্পাদক, মোজাফ্ফার (কলারোয়া) শিক্ষা বিষয়ক সম্পাদক, অঞ্জলী (তালা) মহিলা বিষয়ক সম্পাদক, নাজমুল সাহাদাৎ আজাদী (সদর), আসাদুজ্জামান (সদর), তানজিম (কালিগঞ্জ), জাহাঙ্গীর (শ্যামনগর) ও মোমিন (সদর) কে কার্যনির্বাহী সদস্য করে ৪৫সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।