লিংকন আসলাম, আশাশুনি প্রতিনিধি : আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের দক্ষিণ একসরায় ওয়পদা রাস্তার সংস্কারে কাজ উদ্বোধন করা হয়েছে। ডব্লিউ এফ পির অর্থায়নে সুশীলনের তত্ত্বাবধানে ইউনিয়ন পরিষদের সহায়তায় বুধবার (১৮ সেপ্টেম্বর)সকাল ১০ টায় দক্ষিণ একসরার খোলপেটুয়া নদীর চাদবাড়িয়া খেয়াঘাট সংলগ্ন মোশারফ এর বাড়ি হতে ইসাক সানার বাড়ি পর্যন্ত ৩০০ মিটার ওয়াপদা রাস্তা সংস্কারের কাজ উদ্বোধন করেন আনুলিয়া ইউপির বারবার নির্বাচিত চেয়ারম্যান ও সাবেক উপজেলা বিএনপির আহবায়ক রুহুল কুদ্দুস। এসময় সুশীলনের দায়িত্বরত কর্মকর্তা দেববীকা রানী, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ গণ উপস্থিত ছিলেন।