কালিগঞ্জ প্রতিনিধি : কালিগঞ্জ জনতা ব্যাংক পি এল সি, শাখার ব্যবস্থাপক শেখ শামীম হোসেনের বিদায়ী সম্বর্ধনা ও নবাগত ব্যবস্থাপক মোঃ জাকির হোসেনের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর২০২৪) বিকাল সাড়ে ৩টায় জনতা ব্যাংক পিএলসি, কালিগঞ্জ শাখার আয়োজনে ব্যাংক ভবনে সদ্য বিদায় ব্যাংকের ব্যবস্থাপক শেখ শামীম হোসেনের বিদায় ও নতুন যোগদানকৃত ব্যবস্থাপক মোঃ জাকির হোসেনের যোগদান বরণ উপলক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনতা ব্যাংক পিএলসি, এরিয়া অফিসের উপব্যবস্থাপক মো: রকনুজ্জামান।
কালিগঞ্জ জনতা ব্যাংকের পিও শিরিন পারভীনের সভাপতিত্বে ও ব্যাংক অফিসার ইমাম হাসানের সঞ্চালনায় সম্বর্ধনা অনুষ্ঠানে সম্বর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদায়ী ব্যবস্থাপক শেখ শামীম হোসেন নবাগত ব্যবস্থাপক মোঃ জাকির হোসেন বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা, কালিগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, ব্যাংক অফিসার আব্দুর রাজ্জাক, আব্দুল কুদ্দুস গ্রাহক সুকুমার ঘোষ প্রমূখ। বিদায়ী সম্বর্ধিত ব্যবস্থাপক ও নবাগত ব্যবস্থাপকদের ফুলেল শুভেচ্ছা সহ ক্রেস্ট প্রদান করা হয়।
বিদায়ী ব্যবস্থাপক শেখ শামীম হোসেন কালিগঞ্জ জনতা ব্যাংক পিএলসি তিনি দীর্ঘ তিন বছর কালিগঞ্জ জনতা ব্যাংকে ম্যানেজার হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করে এখান থেকে শ্যামনগর জনতা ব্যাংক পিএলসি এ গ্রেডের ব্যাংকে আগামী রবিবার যোগদান করবেন। তিনি ইতিপূর্বে পাঁচটি ব্যাংকের ব্যবস্থাপক হিসাবে দীর্ঘদিন দক্ষতা ও অভিজ্ঞতা সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন, এবং নবাগত ব্যবস্থাপক মোঃ জাকির হোসেন বিদায়ী ব্যবস্থাপকের কাছ থেকে ব্যাংকের দায়িত্বভার বুঝে নেন। অনুষ্ঠানে ব্যাংকের অন্যান্য কর্মকর্তা কর্মচারী ও গ্রাহকরা উপস্থিত ছিলেন।