বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যান সমিতি সদর উপজেলা শাখা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় সাতক্ষীরা স্মার্ট মেডিকেল সেন্টারে সদর উপজেলা শাখা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা সদর উপজেলা শাখা কমিটির সভাপতি গ্রাম ডাঃ অহিদুজ্জামান এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক গ্রাম ডাঃ এম এ হাসান এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা শাখা কমিটির সভাপতি গ্রাম ডাঃ মাহবুবুর রহমান, বিশেষ অতিথির বক্তব্যে রাখেন জেলা কমিটির সাধারণ সম্পাদক গ্রাম ডাঃ আ: গফফার।
এ সময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা কমিটির সহ-সম্পাদক গ্রাম ডাঃ অনির্বাণ সরকার, জেলা কমিটির সদস্য গ্রাম ডাঃ আব্দুল্লাহ আল মামুন, পাটকেল ঘাটা উপজেলা শাখা কমিটির সভাপতি গ্রাম ডাঃ হাদিউজামান। আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা শাখার সহ-সভাপতি গ্রাম ডাঃ আনোয়ার পারভেজ, সাংগঠনিক সম্পাদক গ্রাম ডাঃ আকতারুল ইসলাম, সহ সম্পাদক গ্রাম ডাঃ মিজানুর রহমান, কোষাধ্যক্ষ গ্রাম ডাঃ জিন্নাত আমান, দপ্তর সম্পাদক গ্রাম ডাঃ রিপন ঢালী, প্রচার সম্পাদক গ্রাম ডাঃ প্রশান্ত কুমার ঢালী, সাংস্কৃতিক সম্পাদক গ্রাম ডাঃ আবুল বাসার, কার্যনির্বাহী সদস্য গ্রাম ডাক্তাররা যথাক্রমে দিন দীপ্তি বিশ্বাস, ইখতিয়ার উদ্দিন রাইহান কবীর, আব্দুর রহমান, আনোয়ার হোসেন, নাসির উদ্দীন, বিধান চন্দ্র বিশ্বাস, শাফিরুল ইসলাম, রাখি সরকার, কামরুজ্জামানও শুকুর আলী প্রমুখ। সভায় সাংগঠনিক বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি