ই.এইচ সুজন, কুল্যা প্রতিনিধি : আশাশুনি উপজেলার কুল্যায় ব্রেন টিউমার রোগে আক্রান্ত হয়ে রফিকুল ইসলাম ইন্তেকাল করেছেন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৩৫বছর। তিনি কুল্যা গ্রামের আবু সালেম মুছার ছোট ছেলে এবং বিশিষ্ট আমি ব্যবসায়ী আরিফুল ইসলামের ছোট ভাই। পারিবারিক সূত্রে জানাগেছে, সদ্য প্রয়াত রফিকুল ইসলাম দীর্ঘদিন ব্রেন টিউমার রোগে আক্রান্ত ছিলেন।
কয়েকদিন আগে ঢাকার একটি হাসপাতালে থেকে তার মাথায় ব্রেন টিউমার অপারেশন সম্পন্ন করা হয়। সুস্থ হয়ে বাড়িতে আসার পর শুক্রবার দিনগত রাতে রফিকুলের মাথায় প্রচন্ড যন্ত্রনা শুরু হয়। তৎক্ষণাৎ অ্যাম্বুলেন্স যোগে সাতক্ষীরায় নেওয়ার প্রস্তুতিকালে কুল্যা গ্রামস্থ নিজ বাড়িতেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
প্রয়াত রফিকুল ইসলামের পিতা ও মাতা ওমরা হজ পালনের জন্য সৌদি আরবে অবস্থান করায় রফিকুল ইসলামের লাশ সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে হিমাগারে সংরক্ষণ করা হয়েছে। মরহুমের পিতা-মাতা দেশে ফিরলেই তার লাশ দাফনের ব্যবস্থা করা হবে। মৃত্যুকালে স্ত্রী, দুই কন্য সন্তান, পিতা মাতা, একভাই সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন তিনি। রফিকুল ইসলামের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।