শুক্রবার , ২০ সেপ্টেম্বর ২০২৪ | ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

শ্যামনগরে ইউপি সদস্যের বিরুদ্ধে রেশন কার্ডের চাউল আত্মসাতের অভিযোগ

প্রতিবেদক
satkhirar sakal
সেপ্টেম্বর ২০, ২০২৪ ১১:৪৬ অপরাহ্ণ

বিলাল হোসেন, শ্যামনগর ব্যুরো : শ্যামনগরে ইউপি সদস্যের বিরুদ্ধে রেশন কার্ডের চাউল আত্মসাতের অভিযোগ উঠেছে। চাউল আত্মসাত করা আদম শফিউল্লাহ শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য।

ভুক্তভোগী ইশ্বরীপুর গ্রামের করিম বক্সের ছেলে আনারুল ইসলাম অভিযোগ করে বলেন, রেশন কার্ড চালু হওয়ার প্রথম থেকেই আমার নামে ২৬০৬ নং কার্ড থেকে ৫ বছর চাউল উত্তোলন করি। গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আদম শফিউল্লাহর বিপক্ষ প্রার্থীর সমর্থন করায়। নির্বাচনের পর শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওলিউর রহমানের পিতা চাউলের ডিলার কাসেম মাঝির সহযোগিতায়। আমার নামে থাকা রেশন কার্ডের চাউল বন্ধ করে দেয়।

চাউল বন্ধ করে দেয়ার পর থেকে কয়েকবার ইউপি সদস্য আদম শফিউল্লাহ ও চাউলের ডিলার কাশেম মাঝি কাছে গেলে। তারা তাড়িয়ে দিয়ে বলে তোর নামে কোন কার্ড নেই। ২ বছর রেশন কার্ডের চাউল থেকে বঞ্চিত ছিলাম। গত (৫ ই আগস্ট) সরকার পরিবর্তন হওয়ার পর রেশন কার্ডের চাউল বিতরণের সময়। চাউলের ডিলার কাশেম মাঝি আমাকে ফোন দিয়ে জানান, তোমার নাম তালিকায় রয়েছে এসে চাউল নিয়ে যাও। তালিকায় নাম থাকার পরেও দুই বছর চাউল পায়নি। ইউপি সদস্য আদম শফিউল্লাহ আমার চাউল ২ বছর ধরে আত্মসাৎ করে আসছে।

ইশ্বরীপুর ইউনিয়নের ইউপি সদস্য আদম শফিউল্লাহ অভিযোগের বিষয়টি অস্বীকার করে বলেন, রেশন কার্ড চৌকিদার বিতরণ করে। তাকে ২ বছর কি কারণে দেয়া হয়নি আমি জানিনা। চৌকিদারিই ভালো বলতে পারবে। আমার বিরুদ্ধে প্রতিহিংসা ও মিথ্যা অভিযোগ করা হয়েছে।

চাউলের ডিলার কাশেম মাঝি জানান, প্রথম ৫ বছর আনারুল রেশন কার্ডের চাউল উঠিয়েছিল। পরে অনলাইনে তার নাম বাদ পড়ে যাওয়ায় ২ বছর চাউল তুলতে পারিনি। পরবর্তীতে চাউল পাওয়ার বিষয় জানতে চাইলে বলেন, নতুন করে নাম চলে এসেছে এজন্য তাকে ডেকে চাউল দিয়ে দিছি। আমার কাছে যে কার্ড আনবে আমি তাকে চাউল দিবো। ২ বছর আনারুল কার্ড নিয়ে আসতে পারিনি বলে চাউল দেয়া হয়নি।

সর্বশেষ - সাতক্ষীরা সদর

আপনার জন্য নির্বাচিত