জি এম আব্বাসউদ্দীন : ভোমরা স্থল বন্দর প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ও ভোমরা কাস্টম ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশনের এডহক কমিটির আহ্বায়ক মোহাম্মদ হাবিবুর রহমান হাবিবের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান, ভোমরা স্থল বন্দর প্রেসক্লাবের নবগঠিত কার্যনির্বাহী পরিষদ।
রবিবার (২২ অক্টোবর) ১১টায় ভোমরা কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশনের কার্যালয়ে আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব সহ অন্যান্য সদস্যদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, এডহক কমিটির সদস্য সচিব অহিদুল ইসলাম অহিদ, মুন্সি রইসুল হক টুকু ও ওয়ালীউল্লা ওয়ালী সহ অন্যান্য নেতৃবৃন্দ। এডহক কমিটিকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন নেন। ১২টায় লেক ভিউতে প্রেসক্লাবের উপদেষ্টা আলহাজ্ব আবুল কালাম বাবলা ও এ্যাড. এ বি এম সেলিমকে ফুল দিয়ে বরণ করে নেন।
ভোমরা স্থল বন্দর প্রেসক্লাবের নবগঠিত কমিটির সভাপতি তৌহিদুল হক তৌহিদ, সিনিয়র সহ-সভাপতি আব্দুর রউফ, সহ-সভাপতি নাজমুর রহমান রিন্টু, সাধারণ সম্পাদক ডাক্তার শফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক জি এম আব্দুর রহিম, সহ-সাংগঠনিক সম্পাদক রাশেদুজ্জামান শামীম, অর্থ সম্পাদক সাইফুল ইসলাম রঞ্জু, সাহিত্য সম্পাদক সালেহা হক কেয়া, ক্রিড়া সম্পাদক আফজাল হোসেন, প্রচার সম্পাদক এমদাদুল হক মিলন, দপ্তর সম্পাদক উত্তম কুমার, এবং কার্যনির্বাহী সদস্য ও সাবেক সাধারণ সম্পাদ হাফেজ জি এম আব্বাস উদ্দিন, মাস্টার শফিকুল ইসলাম, মোহাম্মদ আবিদ হোসেন আজিজুল ইসলাম ও তপন কুমার।