কালিগঞ্জ প্রতিনিধি : জেলার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়তের আয়োজনে যুব সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগের আয়োজনে সোমবার (২৩ সেপ্টেম্বর২০২৪) বিকাল ৩ টায় উপজেলার চৌমুহনী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে যুব সমাবেশে জামায়াত ইসলামী বিষ্ণুপুর ইউনিয়ন শাখার সভাপতি মাস্টার নূর ইসলাম এর সভাপতিত্বে শেখ আব্দুর রহিমের সার্বিক সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতের আফিস সম্পাদক মুহাঃ রুহুল আমিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াত ইসলামী কালিগঞ্জ শাখার আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, সেক্রেটারী সহকারী অধ্যাপক আব্দুর রউফ, সহ সেক্রেটারী মাওলানা আনোয়ারুল ইসলাম, জামায়াত নেতা মাস্টার শেখ হাবিবুর রহমান, মাওলানা মিজানুর রহমান, সেক্রেটারী হাবিবুর রহমান, ছাত্র শিবির নেতা আজহারুল ইসলাম, সাবেক প্রিন্সিপাল আব্দুল কাদের হেলালী, ছাত্রশিবির এর সাবেক নেতা জামাল ফারুক, শফিকুল ইসলাম, শেখ ফাহাদ হোসেন, শেখ সেলিম, ডাঃ মনিরুজ্জামান প্রমুখসহ অসংখ্য স্থানীয় নেতৃবৃন্দ এ সময় উপস্থিত।