জেলা তথ্য অফিস সাতক্ষীরার আয়োজনে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) কার্যক্রমের আওতায় নারী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ সেপ্টেম্বর ২০২৪রবিবারসকাল ১০টায় দেবহাটা উপজেলার সরকারি খান বাহাদুর আহছান উল্লাহ কলেজ হলরুমে এ নারী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ প্রফেসর অলোক কুমার ব্যানার্জির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন দেবহাটা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান।
অনুষ্ঠানে আরো বক্তব্য প্রদান করেন সরকারি খান বাহাদুর আহছান উল্লাহ কলেজের জীববিজ্ঞান বিভাগের প্রভাষক, মোঃ আবু তালেব, দর্শন বিভাগের প্রভাষক রীতা রানী, ইংরেজি বিভাগের প্রভাষক এমডি শাহানুর রহমান, কৃষিশিক্ষা বিভাগের প্রভাষক মোঃ আব্দুর রহমান, হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ আকবর আলী প্রমুখ। শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে বক্তব্য প্রদান করেন, দ্বাদশ শ্রেণির শিক্ষর্থী তানিয়া সুলতানা।
জেলা তথ্য অফিসের মোঃ মনিরুজ্জামানের সঞ্চালনায় নারী সমাবেশ ও মতবিনিময় সভায় শোষণমুক্ত ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ, দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠন, সরকারি সেবা প্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, বাল্যবিবাহ প্রতিরোধ, মানবপ্রচার প্রতিরোধ, গুজব প্রতিরোধ, সামাজিক যোগাযোগ মাধ্যমের সদ্ব্যহার নিশ্চিতকরণ, নৈতিকতা ও মূল্যবোধ সৃষ্টি, ইভটিজিং, নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধ, স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষা, তথ্য অধিকার আইন, মাদকের ভয়াবহতা প্রতিরোধ ইত্যাদি বিষয়ে বক্তাগণ বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে দুই শতাধিক নারী অংশগ্রহণ করেন। জেলা তথ্য অফিস, সাতক্ষীরার আয়োজনে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম জেলার বিভিন্ন উপজেলায় অব্যাহত থাকবে বলে জেলা তথ্য অফিসার জনাব মোঃ জাহারুল ইসলাম নিশ্চিত করেন।-প্রেস বিজ্ঞপ্তি