দেবহাটা ব্যুরো : দেবহাটার উপজেলা নির্বাহী অফিসার ও ওসির সাথে কুলিয়া বাজার কমিটির পৃথক পৃথক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ৩ টায় দেবহাটা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় কুলিয়া বাজার কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান। এসময় তিনি কুলিয়া বাজারের ব্যবসায়ীদের প্রয়োজনীয় বিষয়গুলো গুরুত্বের সাথে দেখার আশ্বাস দেন।
অন্যদিকে দেবহাটা থানায় কুলিয়া বাজার কমিটির সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় গুরুত্বপূর্ন আলোচনা করেন দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (চলতি দায়িত্বে থাকা) পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ ইদ্রিসুর রহমান। তিনি বলেন বাজারের সুন্দর ব্যবস্থা থাকলে ক্রেতারা আগ্রহী হয়। তাই পুলিশের পক্ষ থেকে কুলিয়া বাজার কমিটিকে নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয়ে সার্বিক সহযোগিতা করা হবে।
উভয় আলোচনা সভায় কুলিয়া বাজার কমিটির পক্ষে উপস্থিত ছিলেন কমিটির সভাপতি মোঃ রুহুল আমিন, সাধারন সম্পাদক মোঃ আবু হুরাইরা, সহ-সভাপতি মোসফিকুর রহমান, যুগ্ম সম্পাদক ইব্রাহীম খলিল, সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ হোসেন আলী, অর্থ সম্পাদক হাবলুর রহমান, সমাজ কল্যান সম্পাদক আলহাজ্ব আসাদুল ইসলাম, দপ্তর সম্পাদক ফারুক হোসেন, ক্রীড়া সম্পাদক মেহেদী হাসান শিমু, কার্য নির্বাহী সম্পাদক মহাদেব পাল, আসাদুজ্জামান আসাদ, সত্যজিৎ সরকার ও আনারুল ইসলাম।