নিজস্ব প্রতিনিধি : মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর ভোর রাতে ০২ টি পৃথক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে অত্র ব্যাটালিয়নের অধিনস্থ চান্দুরিয়া বিওপির দুটি বিশেষ দল ১৯৯ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, চান্দুরিয়া বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৭/৭ এস এর ১০ আরবি হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চান্দুরিয়া মাঠ এলাকা দিয়ে চোরাকারবারীরা মাদকদ্রব্য ভারত হতে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে আগমন করবে।
উক্ত সংবাদ প্রাপ্তির পর ২৪ সেপ্টেম্বর ভোর ৪ টার দিকে চান্দুরিয়া বিওপির টহলকমান্ডার হাবিঃ জাকির হোসেনের এর নেতৃত্বে একটি চৌকষ দল বর্ণিত এলাকায় কৌশলে অবস্থান গ্রহণ করে। এ সময় চোরাকারবারীরা বর্ণিত এলাকায় আগমনের পর বিজিবি টহল দলের উপস্থিতি বুঝতে পেয়ে ০১টি বস্তা ফেলে ঘন জংগল দিয়ে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে চোরাকারবারীদের ফেলে যাওয়া বস্তা তল্লাশী করে ১৪৯ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে।
এছাড়াও গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, চান্দুরিয়া বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৭/৭ এস এর ১২ আরবি হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চান্দুরিয়া আম বাগান এলাকা দিয়ে চোরাকারবারীরা মাদক দ্রব্য ভারত হতে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে আগমন করবে। উক্ত সংবাদ প্রাপ্তির পর ২৪ সেপ্টেম্বর ভোর ৫টার দিকে চান্দুরিয়া বিওপির টহলকমান্ডার হাবিঃ আসলাম হোসেনের এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল বর্ণিত এলাকায় কৌশলে অবস্থান গ্রহণ করে।
এ সময় চোরাকারবারীরা বর্ণিত এলাকায় আগমনের পর বিজিবি টহল দলের উপস্থিতি বুঝতে পেয়ে ০১টি বস্তা ফেলে ঘন জংগল দিয়ে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে চোরাকারবারীদের ফেলে যাওয়া বস্তা তল্লাশী করে ৫০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে। এ ব্যাপারে আটককৃত মাদকদ্রব্য এর বিষয়ে সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জিডি (সাধারন ডায়েরী) করতঃ পরবর্তীতে ধ্বংসের নিমিত্তে ব্যাটালিয়ন সিজার স্টোরে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে ।