আতাউর রহমান রানা : ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার বেলা ১.৩০ মিনিটের দিকে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের এর বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ৭/৬৩-এস হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কালিয়ানী মন্ডলপাড়া নামক স্থান হতে ১। উৎসব নারায়ন বাহার (২৭), পিতাঃ উদয় কান্তি বাহার ২। শুভ বাহার (২৪) পিতাঃ অরবিন্দু বাছার ৩। উত্তম মন্ডল (২০), পিতাঃ গণেশ চন্দ্র মন্ডল উভয়ের ঠিকানা গ্রামঃ কামালকাটি পোস্টঃ শোভনালী থানাঃ আশাশনি জেলাঃ সাতক্ষীরাকে অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশকালে আটক করে।
আটককৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, উক্ত বাংলাদেশী নাগরিকগণ ভারতের চাকুরী উদ্দেশ্যেপাচারকারী শুধয়বাসক(৪৫), নিউ টাউন কলকাতা, উত্তর ২৪ পরগনা এর মাধ্যমে ভারতে গমনের উদ্দেশ্যে কালিয়ানী এলাকায় আগমন করে। উক্ত বাংলাদেশী নাগরিকগণ সীমান্ত পিলার ৭/৬৩-এস এর নিকট দিয়ে ভারতে অবৈধভাবে গমনকালে টহলদল আটক করে। এ সময়ে তাদের ব্যাগ তল্লাশী করে ০১ টি ল্যাপটপ, ০৪ টি মোবাইল ফোন পাওয়া যায়। আটককৃত ল্যাপটপ ও মোবাইল এর আনুমানিক মূল্য ৮০,০০০/- টাকা। জানা যায়, উৎসব নারায়ন বাহার এর শ্বশুর বাড়ী গ্রাম ও পোষ্ট পাচুরিয়া, থানা-কেএলসি জেলা-উত্তর ২৪ পরগনা, ভারত। বর্তমানে তার স্ত্রী ভারতে অবস্থান করছে। আটককৃত বাংলাদেশী নাগরিকগণ অবৈধভাবে ভারতে প্রবেশের দায়ে মালামালসহ সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।