শহর প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৪ নং ওয়ার্ড যুব বিভাগের উদ্যোগে ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে পিএন হাইস্কুল ফুটবল মাঠে উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলাটি উদ্বোধন করেন, সাতক্ষীরা শহর জামায়াতের আমির জাহিদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা শহর জামায়াতের সূরা সদস্য হাফেজ কাজী সাইদুর রহমান, ৪ নং ওয়ার্ড সভাপতি প্রভাষক আব্দুল কাদের প্রমুখ।
খেলা শেষে ওয়ার্ড যুব বিভাগীয় সভাপতি মাসুম বিল্লাহর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা শহর জামায়াতের নায়েবে আমীর সাবেক কমিশনার ফখরুল হাসান লাভলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শহর যুব বিভাগের সভাপতি ও সহকারী সেক্রেটারি হাবিবুর রহমান,৫ নং ওয়ার্ড আমীর প্রভাষক আব্দুল হান্নান, রাকিবুর রহমান প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, যুব সমাজকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখা এবং মাদক, সন্ত্রাস থেকে দূরে রাখতে নিয়মিত খেলাধুলার আয়োজন করা দরকার। শহর যুব বিভাগ সকল যুবকদেরকে সঙ্গে নিয়ে এই সমাজটাকে একটি আদর্শ, মাদকমুক্ত, সন্ত্রাস মুক্ত সমাজে পরিণত করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।