বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন- বিএফইউজে সভাপতি বরেণ্য সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী’র মৃত্যুতে গভীর শোক ও শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন দৈনিক সাতক্ষীরার সকালের সম্পাদক ও প্রকাশক তারেকুজ্জামান খান সহ পত্রিকায় কর্মরত সাংবাদিক বৃন্দ।
শোকবার্তায় তিনি বলেন, বাংলাদেশে বৈষম্যের শিকার নির্যাতিত নিপীড়িত সাংবাদিকদের অধিকার আদায়ে সম্মুখভাগের সাহসী সাংবাদিক নেতা ছিলেন প্রয়াত রুহুল আমিন গাজী। তার মৃত্যুতে সাংবাদিকদের অধিকার আদায়ের জায়গায় যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা অপূরনীয়। এসময় মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন। প্রেস বিজ্ঞপ্তি