আশাশুনি ব্যুরো : আশাশুনি উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের দুই কর্মকর্তাকে বদলি ও বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অবঃ উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ এস এম তোফায়েল আহমেদকে বিদায় সংবর্ধনা ও ভেটেনারী সার্জন ডাঃ তরিকুল ইসলাম বদলী জনিত সংবর্ধনা প্রদান করা হয়।
অবঃ উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ এস এম তোফায়েল আহমেদ তার বক্তব্যে বলেন তিনি অত্যন্ত সৎ, নিষ্ঠা ও দক্ষতার সাথে চাকুরী জীবনে দায়িত্ব পালন করে গেছেন। তিনি আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের কৃতি সন্তান ও প্রাণিসম্পদ পরিবারের একজন গর্বিত সদস্য বলে নিজেকে ভাগ্যবান মনে করেন। তিনি সরকারী বিধিমালা অনুযায়ী অবস্বরে গেলেও চিরজীবন প্রাণীসম্পদ অধিদপ্তরের শুভাকাঙ্ক্ষী হয়ে থাকবেন বলে সকলকে আশ্বস্ত করেন। বিদায় ও বদলী জনিত সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধনা প্রদান করেন সাতক্ষীরা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ এস এম মাহবুবুর রহমান। এসময় উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের এলইও ডাঃ তৌহিদুল ইসলাম, উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ এস এম নুরুজ্জামান সহ অফিস সহকারীবৃন্দ উপস্থিত ছিলেন।