শেখ মনিরুজ্জামান : তালায় সেপ্টেম্বর ২০২৪ মাসের উপজেলা আইন-শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ সেপ্টেম্বর(বৃহস্পতিবার) উপজেলা প্রশাসনের আয়োজনে, সকালে উপজেলা হলরুমে অনুষ্ঠিত আইন-শৃংখলা কমিটির মাসিক সভায়, সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ মোঃ রাসেল। মিটিং এ আরও উপস্হিত ছিলেন তালা থানার অফিসার ইনচার্জ মোঃ মমিনুল ইসলাম, পিপিএম, পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান।
১২ ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দসহ তাদের প্রতিনিধি। উপজেলা সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ, উপজেলা বিএনপির সভাপতি মৃনাল কান্তি রায়, উপজেলা জামায়তের আমির মোঃ মফিজুল ইসলামসহ কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অনলাইন জুয়ার মাস্টার মাইন্ডদের আইনের আওতায় আনা, নেটপাটা দিয়ে জলাবদ্ধতা দুরিকরন, বৃষ্টি ও বন্যায় ক্ষতিগ্রস্থদের সহযোগীতা করা। আগামী দুর্গাপূজা উপলক্ষে আইনশৃংখলা সমুন্নত রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।