অহিদুজ্জামান দেবহাটা ব্যুরো : সাতক্ষীরা জেলা শাখা নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী পরিষদের পক্ষ থেকে সাতক্ষীরা জেলা প্রশাসকের মাধ্যম স্বীকৃতি প্রাপ্ত সকল চলমান নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্তির দাবিতে মাননীয় প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারক লিপি প্রদান করা হয়েছে। ২৫ সেপ্টেম্বর বুধবার ২০২৪ দুপুর ১২.০১ মিনিট সারা বাংলাদেশের ৬৪ জেলার ন্যায় সাতক্ষীরা জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসক মোস্তাক আহমেদ এর কাছে স্মারক লিপি প্রদান করা হয়।
স্মারক লিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন ইউনাইটেড মডেল কলেজ এর অধ্যক্ষ ও সাতক্ষীরা ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী পরিষদের কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য অধ্যক্ষ নাজমুছ সাহাদাৎ আজাদী, সাতক্ষীরা জেলা শাখা কমিটির সভাপতি হাসিবুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা গোলাম রসুল, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তাফা, অর্থ সম্পাদক রবিউল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক অঞ্জলি রাণী ও সুপার আবদুল্যা আল মামুন প্রমুখ।