আগরদাঁড়ী প্রতিনিধি : সদর উপজেলার আগরদাঁড়ী ইউনিয়নের ১নং ওয়ার্ডের বিনয় ঘটকের ছেলে সঞ্জায় কুমার হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহন করেছেন। বুধবার (২৫ অক্টোবর ) সকাল ৮টার দিকে সঞ্জায় কুমার নামের এ হিন্দু যুবক নিজ ইচ্ছায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাদ্দিস আব্দুল খালেক হুজুরের বাড়িতে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বলে জানা গেছে।
এ বিষয়ে মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, সঞ্জায় কুমার নামের এক হিন্দু যুবক স্ব ইচ্ছায় ইসলাম ধর্ম সত্য এটা জেনেছি-বুঝেছি এজন্য এ ধর্ম গ্রহণ করতে চায়। তারপর তাকে কালিমা পড়িয়ে মুসলিম করা হয় এবং তার নাম রাখা হয় আব্দুর রহমান। ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তার পরিবার তাকে বাড়ি থেকে বাহির হয়ে যেতে বললে বিকালের দিকে তিনি বাড়ি থেকে বাহির হয়ে যায়। বাড়ি থেকে যাওয়ার সময় তিনি তার পড়ালেখার সার্টিফিকেট সহ কিছু প্রয়োজনীয় কাগজপত্র সাথে নেয় এবং তিনি তার পরিবারের উদ্দেশ্য করে বলেন, আমি ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বেও আমি আমার পিতা মাতাকে যেমন সম্মান ও ভালোবাসতাম এখনও তেমনি সম্মান করবো।