অহিদুজ্জামান, দেবহাটা ব্যুরো : দেবহাটা উপজেলা প্রশাসনের উদ্দ্যোগে শারদীয় দুর্গা পূজা ২০২৪ উদযাপনের প্রস্তুতি মূলক ও আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
২৬সেপ্টেম্বর বৃহস্পতিবার বেলা ১১টায় দেবহাটা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দেবহাটা উপজেলা নির্বাহি অফিসার আসাদুজ্জামানের সভাপতিত্বে অতিথি ছিলেন, সরকারি খান বাহাদুর আহছানউল্লাহ কলেজের অধ্যক্ষ অলোক কুমার ব্যানার্জি, দেবহাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ইদ্রিসুর রহমান, দেবহাটা উপজেলা বিএনপির আহবায়ক শেখ সিরাজুল ইসলাম, সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, দেবহাটা উপজেলা জামায়াতে আমীর মাওলানা অলিউল ইসলাম, উপজেলা জামায়াতে সেক্রেটারি এইচ এম ইমদাদুল হক, সাবেক উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ও পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, দৈনিক দৃষ্টিপাত পত্রিকার নির্বাহী সম্পাদক ও কলেজের প্রভাষক আবু তালেব মোল্লা, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, দেবহাটা রিপোর্টাস ক্লাবের সভাপতি অহিদুজ্জামান, সাধারন সম্পাদক রফিকুল ইসলাম, যুগ্ন সাধারন সম্পাদক আমিরুল ইসলাম, দেবহাটা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বাশার, পল্লী বিদ্যুৎ এজিএম জহিরুল ইসলাম, ফায়ার সার্ভিস কর্মকর্তা ইউনুছ আলী, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, দেবহাটা ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, টাউশ্রীপুর বিজিবি ক্যাম্প সুবেদার গোবিন্দ সাহা, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আশালতা খাতুন, প্রভাষক আবু তালেব, মনোজিত কুমার মন্ডল, মদন মহোন পাল প্রমুখ।
এসময় দেবহাটা উপজেলার ৫টি ইউনিয়নের ২১টি দূর্গা পূজা মন্ডপের সভাপতি, সাধারন সম্পাদকদের নিয়ে পূজা উদযাপনের দিক নির্দেশনা দেওয়া হয়েছে। পূজা মন্ডপের কোন বিশৃঙ্খলা সৃষ্টি হলে সাথে সাথে কর্মরত প্রশাসনকে অবগত করতে হবে।