এএফএম মাসুদ হাসান : ২৯ সেপ্টেম্বর রবিবার সকাল ১১টার দিকে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনস্থ কাকডাঙ্গা বিওপির নায়েক হরমুজের নেতৃত্বে একটি বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩-এস ৭ আরবি এর নিকট দিয়ে মোঃ মানিক উদ্দিন (৩৪), গ্রাম-গামরিয়াতলা, পো-নানুপুর, থানা ও জেলা-চট্টগ্রাম ভারত হতে সোনাই নদী পাড় হয়ে অবৈধভাবে বাংলাদেশে আগমনকালে আটক করে।
আটককৃত ব্যক্তির স্থায়ী ঠিকানার স্থানীয় মেম্বার ও এলাকা গন্যমান্য ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে সে উক্ত ঠিকানার স্থায়ী বাসিন্দা, গত মে ২০২৪ তারিখ বেনাপোল সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। আটককৃত বাংলাদেশী নাগরিক অবৈধভাবে সীমান্ত পারাপারের দায়ে সাতক্ষীরা জেলার কলারোয়া থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।