কালিগঞ্জ প্রতিনিধি : “কন্যা শিশুর স্বপ্নে গড়ি আগামির বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কালিগঞ্জ উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
(৩০ সেপ্টেম্বর) সোমবার সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি র্যালী প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরবর্তীত সময় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস।
উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু’র সঞ্চালনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন সাংবাদিক শেখ আনোয়ার হোসেন, লেডিস ক্লাবের সম্পাদিকা ইলাদেবী মল্লিক, ৯ম শ্রেণির শিক্ষার্থী মাহাছাকিন প্রমুখ স্থানীয় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শত শত ছাত্রীরা উপস্থিত ছিলেন।