ইয়াছিন আরাফাত, বুধহাটা প্রতিনিধি : আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার আব্দুর গফফার সরদার (৬৯) এর দাফন সম্পন্ন হয়েছে। সোমবার বাদ আছর নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমকে দাফন করা হয়। বুধহাটা পশ্চিম পাড়া গ্রামের মরহুম মেছের আলী সরদারের ছেলে আঃ গফফার ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন।
অসুস্থ হয়ে পড়লে ২৮ সেপ্টেম্বর তাকে সাতক্ষীরা মেডিকেলে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল ৯.৩০ টার দিকে তিনি ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি অইন্না ইলায়হি রাজেউন)। মৃতকালে তিনি স্ত্রী, ২ পুত্র ও ২ কন্যা সন্তান রেখে যান। সোমবার বাদ আছর মরহুমের বাস ভবনের পাশের মাঠে জানাযা অনুষ্ঠিত হয়। ইমামতি করেন, মাওঃ আঃ ওহাব। আলোচনা রাখেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী এড. শহিদুল ইসলাম, মাওঃ রুহুল আমিন, মাওঃ আঃ কুদ্দুছ প্রমুখ।