ফজলুল হক, কালিগঞ্জ প্রতিনিধি : মানুষকে সভ্য করে তোলার একমাত্র মাধ্যম হলো বিদ্যালয়, সু -শিক্ষাই জাতির মেরুদন্ড।সৎ যোগ্য,মেধাবী ও নৈতিকতায় উজ্জীবিত মানুষ করতে হলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিকল্প নাই,এই প্রতিপাদ্যক সামনে রেখে সাতক্ষীরার,কালিগঞ্জ উপজেলা সদরে অবস্থিত ১০৩নং কালিগঞ্জ সদর এম খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১অক্টোবর ২০২৪) সকাল সাড়ে ১১ টায় সদর এম খাতুন সরকারি প্রাক প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে এম খাতুন প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্টিত মা ও অভিভাবক সমাবেশ অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক গঙ্গা সরকারের সভাপতিত্বের সহকারী শিক্ষক শেখ সিরাজুল ইসলামের সার্বিক সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষা অফিসার জনাব নয়ন কুমার সাহা।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থেকে মূল্যবান বক্তব্য রাখেন সাংবাদিক ফজলুল হক, অভিভাবক মোছাঃ মন্নুজান, সদস্য জ্যোৎস্না রানী, অভিভাবক সপুরা খাতুন ,এম খাতুন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গঙ্গারানী সরকার, সহকারী শিক্ষক হাসিব মেহেদী হাসান, সহকারী শিক্ষক সুজন দত্ত, সহ শিক্ষক আরিজুল ইসলাম, সহকারী শিক্ষক নাজমুন নাহার প্রমুখ সহ প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী সকল ছাত্র-ছাত্রীর মা এবং শতাধিক অভিভাবকরা এ সময় উপস্থিত ছিলেন। উক্ত সমাবেশ শেষে সকলের মাঝে স্কুলের পক্ষ থেকে মনোরম পরিবেশে খাবার সুব্যবস্থা করা হয়েছিল।