দেবহাটা ব্যুরো : দেবহাটা প্রশাসনের আয়োজনে ৩৪ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১ অক্টোবর মঙ্গলবার সাড়ে ১২টায় উপজেলা পরিষদের কার্যালয় থেকে র্যালীটি বের হয়ে উপজেলার বিভিন্ন রাস্তা প্রদক্ষিন করে। পরে উপজেলা প্রশাসনের হলরুমে আলোচনা সভায় দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামানের সভাপতিত্বে ও উপজেলা সমাজ সেবা অফিসার অধীর কুমার গাইনের সঞ্চালনায় অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পারুলিয়া ইউ পি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সরকারি বি বি এম পি ইনস্টিটিউশন এর প্রধান শিক্ষক মদন মোহন পাল, সহকারী প্রধান শিক্ষক সফিকুল ইসলাম ছাড়াও আরো অনেকে।