শেখ মনিরুজ্জামান : তালা উপজেলার পাটকেলঘাটা বাজারে লক্ষাধিক টাকার কারেন্ট ও চায়না দুয়ারী জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ভস্ম করে দেয়া হয়েছে। বুধবার (২ অক্টোবর) দুপুর ২ টায় পাটকেলঘাটা বাজারে তালা মৎস্য কর্মকর্তা মেরিন অফিসার মোঃ আসারুল ইসলাম ও তার সহযোগী মোঃ রফিজ উদ্দিন সরদার অভিযান চালিয়ে দুটি দোকান থেকে লক্ষাদিক টাকার জাল উদ্ধার করে। উদ্ধারকৃত জাল পাটকেলঘাটা কপোতাক্ষ নদের তীরে জন সম্মুখে পুড়িয়ে ভষ্ম করে দেয়।
এই জাল উদ্ধার ও ভস্ম করার সময় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যের মধ্যে সাহায্য করেন পাটকেলঘাটা থানার এ এস আই জহুরুল ও তার বাহিনী। এ সময় মেরিন অফিসার মোঃ আসারুল ইসলাম বলেন, অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারি জাল দুটি দোকান থেকে জব্দ করেছি ও পুড়িয়ে ভস্ম করে দিয়েছি। আগামীতে আমাদের এই অভিযান চলমান থাকবে।