ইয়াছিন আরাফাত, বুধহাটা প্রতিনিধি : আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের নওয়াপাড়া মধ্যম পাড়া জামে মসজিদে সীরাতুন্নবী (সাঃ) মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে মসজিদ কমিটি এ মাহফিলের আয়োজন করে। মাহফিলে প্রধান আলোচক ছিলেন, মাওলানা তরিকুল ইসলাম জিহাদী।
বিশেষ আলোচক ছিলেন, মাওলানা সোলায়মান বাদশা, জামে মসজিদের ইমাম হাফেজ ফজলুর রহমান, কারী সৈয়দ আলী। প্রধান অতিথি হিসাবে আলোচনা রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী আশাশুনি উপজেলা শাখার সহকারী সেক্রেটারি সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, ডা: আবু মুছা, মোঃ আনারুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন হাফেজ মাওলানা আছাফুর রহমান।