সুরাইয়া আফরোজ সুমি, কালিগঞ্জ ব্যুরো : কালিগঞ্জের ঐতিহ্যবাহী ধুলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জয়দেব কুমার ঘোষ পরলোক গমন করেছেন। বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকাল ৬ টায় মথুরেশপুর ইউনিয়নের দেয়া গ্রামের নিজস্ব বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। তিনি পাকস্থলী ক্যান্সারে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালী তিনি স্ত্রী এক মেয়ে এক ছেলে সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানান ধুলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি, মথুরেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাকিম।
শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানাতে আসেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও বড় শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান, কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ বাছার, শ্রীকলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আনন্দ কুমার দে সহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, স্থানীয় জনপ্রতিনিধিগন, সহকারী শিক্ষক, স্কুলের বর্তমান, প্রাক্তন শিক্ষার্থী ও গ্রামবাসীরা । কালিগঞ্জ পাওখালি মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন করা হয়।