জি এম আব্বাস উদ্দিন : সাতক্ষীরা জেলা প্রশাসক এর সাথে ভোমরা স্থলবন্দর প্রেসক্লাবের পক্ষ থেকে নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ শুভেচ্ছা মতবিনিময় করেন। এসময় তিনি বলেন, ভোমরা স্থল বন্দরের সৌন্দর্য বৃদ্ধি ও উন্নয়নের ব্যাপারে সাংবাদিকদের অনেক ভূমিকা রয়েছে। বন্দর উন্নয়ন হলে ব্যবসায়ীগণ ব্যবসার মাধ্যমে এই বন্দর হতে আমদানি ও রপ্তানি বৃদ্ধি পাবে এবং সরকারের রাজস্ব বাড়বে।
তিনি স্থলবন্দর উন্নয়ন গতিশীল করার লক্ষ্যে বন্দরের দিকে তার সার্বিক সহযোগিতা থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এসময় উপস্থিত ছিলেন ভোমরা স্থল বন্দর প্রেসক্লাবের সভাপতি তৌহিদুল হক তৌহিদ, সিনিয়ার সহ সভাপতি এস এম আব্দুর রউফ, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক হাফেজ জিএম আব্বাস উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সহ সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক মিলন, ক্রীড়া সম্পাদক আফজাল হোসেন, সাহিত্যিক বিষয়ক সম্পাদক সালেকা হক কেয়া।